thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

চুনারুঘাটে পানিবন্দী কয়েক হাজার মানুষ

২০১৭ জুন ২০ ১৭:০৮:০৯
চুনারুঘাটে পানিবন্দী কয়েক হাজার মানুষ

হবিগঞ্জ প্রতিনিধি : প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চুনারুঘাট উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে সাত-আটটি গ্রামের কয়েক হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বাল্লা সীমান্তবর্তী এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়ে ওই এলাকার কয়েক হাজার মানুষ। সেই সাথে ভেঙে পড়ে অনেক কাঁচা ঘরবাড়ি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় পানির প্রবল স্রোতে রাস্তাটি ভেঙে গেছে। সোমবার রাতে রাস্তাটি স্রোতে ভেসে যায়। ফলে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

অপরদিকে, আমু চা বাগান থেকে আমুরোড যাওয়ার বিকল্প সড়কটিও পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় উপজেলার ৩টি চা বাগানসহ ঐ এলাকার হাজার হাজার মানুষ বিপদের মধ্যে রয়েছে।

এ বিষয়ে চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, সোমবার বিকট শব্দে সেতুটির দক্ষিনাংশের সড়ক ভেঙে যায়। এতে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে প্রায় ৬০ ফুট সড়ক।

আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী জানান, ‘চুনারুঘাট উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চুনারুঘাটে বাল্লা এলাকায় এখনও হারিয়ে যাওয়া অনেক মাটির ঘর রয়েছে। কিন্তু বন্যার কারণে ওই এলাকার প্রায় ত্রিশটিরও বেশি মাটির ঘরে ভেঙে পড়েছে। মাটির ঘরগুলো ভেঙে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাছাড়া তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার সিরাজুম মুনিরা জানান, ঢাকা-সিলেট পুরান মহাসড়কের চন্ডিছড়া এলাকার রাস্তা ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া উপজেলার বেশকিছু রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/জুন ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর