thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বরিশাল ও রাজশাহীতে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

২০১৭ জুন ২০ ২০:৫০:০০
বরিশাল ও রাজশাহীতে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

বরিশাল ও রাজশাহী অফিস : বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে এবং রাজশাহী নগরীর পদ্মা নদী ও পুঠিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

আমাদের বরিশাল অফিস জানিয়েছে, সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে দুপুরে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। এরা হলো হাফিজা (৭), হাফছা (৫) এবং উর্মি (৭)। এদের মধ্যে দুই সহোদর হাফিজা ও হাফছার বাবা বাতেন ফকির। অন্যজন তাদের প্রতিবেশি উর্মির বাবার নাম মো. মোফাজ্জল মিয়া।

রাজারচর ৬নং ওয়ার্ড মেম্বর সিদ্দিকুর রহমান বলেন, বাড়ির পাশে পুকুরে পড়ে ফকির বাড়ির তিন কন্যা শিশুর পানিতে ডুবে মারা যায়। এদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ব্রাদার মো. আবু জাফর জানান, তাদের হাসপাতালে দুই শিশুকে আনা হয়েছিল। তবে, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন।

এদিকে, রাজশাহী নগরীর পদ্মা নদী ও পুঠিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তারাপুর গ্রামে ও বিকেলে নগরীর চরশ্যামপুর সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- পুঠিয়া তারাপুর গ্রামের আকবর আলীর ছেলে সামী ইসলাম (৬) ও রনি হোসেনের ছেলে নয়ন আলী (৬)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভুঞা জানান, সামী ও রনি নামের দুই শিশু গোসল করতে পুকুরে নেমেছিল। এরপর তারা গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের লাশ পানিতে ভেসে ওঠে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামী ও রনিকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা লাশ দুটি বাড়ি নিয়ে যান।

এদিকে, বিকেলে রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ইমন নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইমন নগরীর চৌদ্দপায় এলাকার চায়নার ছেলে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভির কর্মীরা তাকে উদ্ধারে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস কর্মরা জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে ইমন পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি আচ করতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর জানান, ইমন চৌদ্দপায় এলাকা থেকে তার এক আত্মীয়ের বাড়িতে চরশ্যামপুর এলাকায় বেড়াতে যায়। সেখানে নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধারে কাজ করছে।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুন ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর