thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মহেশপুরে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোর নিহত

২০১৭ জুন ২০ ২২:২০:০৭
মহেশপুরে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোর নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের বিপরীতে ভারতের কুমারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো-খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭) ও মহেশপুরের শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে হারুন অর রশিদ (১৫)। এদের মধ্যে সোহেল রানা মহেশপুরের বাকশপোতা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) খোসালপুর ক্যাম্প কমান্ডার আবু তাহের জানান, বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের বিপরীতে ভারতের কুমারীপাড়া এলাকায় গুলির এ ঘটনা ঘটে। সেখানে সিভিল সোর্স মারফত দুই বাংলাদেশি কিশোর নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, গরু পাচারকারীদের খপ্পরে পড়ে ওই দুই কিশোর ভারতের অভ্যন্তরে ঢুকেছিল। দুই কিশোরকে টাকার লোভ দেখিয়ে গরু বেপারীরা প্রলুব্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিজস্ব সোর্সের বরাত দিয়ে খোসালপুর ক্যাম্প কমান্ডার আবু তাহের জানান, লাশ দুটি স্থানীয় একটি কলাবাগানের মধ্যে পড়ে আছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে খোসালপুর বিজিবি বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের আরও জানান, দুপুর ২টার দিকে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু বিএসএফ চিঠি রিসিভ করেনি।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘মহেশপুরের খোসালপুর সীমান্তের বিপরীতে দুজন নিহত হওয়ার খবর শুনে আমি সীমান্তের দিকে রওনা হয়েছি। তবে, নিশ্চিত হয়ে আপনাদের বলতে পারব।’

এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান বলেন, ‘আমি ট্রেনিংয়ে বরিশাল আছি। তবে, সাংবাদিকদের মাধ্যমে সীমান্তে দুজন হত্যার খবর পেয়েছি। পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।’

মহেশপুর থানার ওসি আহম্মদ কবির বলেন, ‘আমিও এ ধরনের উড়ো খবর পেয়েছি। তবে, বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।’

মহেশপুরের নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক মৃধা বলেন, ‘খোসালপুর সীমান্তে দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের নাম পরিচয় কিছুই পাইনি।’

(দ্য রিপোর্ট/এজে/এনআই/এম/জুন ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর