thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মার্কিন যুদ্ধবিমানের গুলিতে ইরানি ড্রোন ভূপাতিত

২০১৭ জুন ২১ ১০:৫৮:১৪
মার্কিন যুদ্ধবিমানের গুলিতে ইরানি ড্রোন ভূপাতিত

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি একটি ড্রোনকে ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে ইরানি ওই ড্রোনে গুলি চালায় মার্কিন যুদ্ধবিমান এফ-১৫।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানি ওই ড্রোনটি সিরীয় সরকারি বাহিনী পরিচালনা করতো।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলের উত্তর-পূর্বের তানফ শহরে ড্রোনটি ভূপাতিত হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ড্রোনটি সশস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর জন্য এটি হুমকি হিসেবে ছিল।

তানফ শহরটি ইরাক এবং জর্ডান সীমান্তের কাছে অবস্থিত। মার্কিন সামরিক বাহিনীর এই দাবি যদি সত্যি হয় তাহলে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনা এটি। এর আগে রোববার সন্ধ্যায় সিরিয়ার একটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর