thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পাকিস্তানের জয়ে উল্লাস, ভারতে গ্রেফতার ১৫

২০১৭ জুন ২১ ১১:০৫:৩২
পাকিস্তানের জয়ে উল্লাস, ভারতে গ্রেফতার ১৫

দ্য রিপোর্ট ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানের জয়ে উল্লাস করায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় এ ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

পুলিশ বলছে, ভারতবিরোধী স্লোগান দেওয়ার কারণেই ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে; পাকিস্তানের জয়ে উল্লাস করার জন্য নয়।

খবরে বলা হয়, গত রবিবার ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় এই ঘটনা ঘটে। আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন।

রবিবার চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট ফাইনালে ভারত ও পাকিস্তানের খেলা চলছিল। খেলায় ভারতকে ১৮০ রানে হারিয়ে দেয় পাকিস্তান। এ সময় কেউ কেউ পাকিস্তানের জয়ে উল্লাস করছিলেন।

ভারতবিরোধী স্লোগান দিতে দিতে রাস্তায় আতশবাজি পোড়াচ্ছিলেন। প্রতিবেশীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখান থেকে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা সবাই মুসলিম।

খবরে আরও বলা হয়, ভারতীয় দণ্ডবিধিতে রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর