thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

২০১৭ জুন ২১ ১৩:৪০:২৮
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ৯ কি.মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদের ছুটি শুরু হবার আগেই যানজটে ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখো মানুষ।

বুধবার (২১ জুন) সকাল ৭টা থেকে যানজট শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অব্যহত ছিলো।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাশেম আলী মুন্সী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে গজারিয়া অংশের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে। বুধবার সকালে ঢাকামুখী ও কুমিল্লাগামি যানবাহনগুলো দীর্ঘ যানজট দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি বাড়তে থাকে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

কুমিল্লাগামী যা্ত্রি শাহদাত হোসেন জানিয়েছেন, সকাল থেকে দীর্ঘ যানজটে আটকা পড়ে আছি। অফিস যাত্রিদের যানজটের কারণে নির্দিষ্ট সময়ে পেরিয়ে গেছে। ঈদের আগেই মহাসড়কগুলোতে তীব্র যানজট শুরু হয়েছে। রোজা রেখে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রিদের।

(দ্যি রিপোর্ট/কেএনইউ/জুন ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর