thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রাজধানীতে বাবাকে খুনের দায়ে ছেলে আটক

২০১৭ জুন ২১ ১৮:১৫:৫১
রাজধানীতে বাবাকে খুনের দায়ে ছেলে আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও পুর্ব নাখালপাড়ায় জমি-জমা সংক্রান্ত ঝামেলার জেরে নিজ ছেলের হাতে খুন হয়েছেন বাবা আ. আজিজ (৬৪)। এ ঘটনায় ছেলে নুর হোসেনকে আটক করেছে পুলিশ।

গেল মঙ্গলবার (২০জুন) রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে নুর হোসেন বাশ দিয়ে তার বাবাকে আঘাত করলে ঘটনা স্থলেই মারা যান আ. আজিজ। খবর পেয়ে বুধবার (২১ জুন) সকালে তেজগাঁ শিল্পাঞ্চল থানা পুলিশ নিহত আজিজের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

নিহত আজিজের আরেক ছেলে নুর কুতুব উদ্দিন জানান, তারা ৪ ভাই, ৫ বোন। বড় ভাই নুর হোসেনের সাথে বাড়ির সম্পত্তি নিয়ে প্রায়ই ঝগড়া হতো তার বাবার। এরই জের ধরে গত রাতে ঝগড়ার এক পর্যায়ে নুর হোসেন তার বাবা কে বাশ দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তেজগাঁ শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার জানান, মৃত আজিজের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। উপর্যপুরি আঘাতের কারনেই তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছেলে নুর হোসেন কে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এজে/জুন ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর