thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

বাংলাদেশ পাচ্ছে ৩ কোটি ৬৩ লাখ টাকা

২০১৭ জুন ২১ ২২:১৩:৩৯
বাংলাদেশ পাচ্ছে ৩ কোটি ৬৩ লাখ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক : সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সেমিফাইনাল খেলার সুবাদে প্রাইজমানি হিসেবে ৩ কোটি ৬৩ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আরেক সেমিফাইনালিস্ট স্বাগতিক ইংল্যান্ড দলও একই অঙ্কের প্রাইজমানি পাচ্ছে।

এদিকে, আসরের শিরোপা জয়ী দল হিসেবে ১৭ কোটি ৭৪ লাখ টাকা প্রাইজমানি পাচ্ছে পাকিস্তান। অন্যদিকে, রানার্স-আপ ভারত পাবে প্রায় ৯ কোটি টাকা।

গ্রুপ পর্বে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পাবে ৭২ লাখ টাকা করে। গ্রুপ পর্বে চতুর্থ ও শেষ দল ছিল শ্রীলংকা ও নিউজিল্যান্ড। প্রাইজমানি হিসেবে এ দুটি দল পাবে ৪৮ লাখ টাকা করে।

প্রাইজমানির জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে আইসিসি বাজেট বরাদ্দ ছিল ৩৬ কোটি টাকা।

প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। আইসিসির কাছ থেকে প্রাইজমানি পাওয়ার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও প্রতি ম্যাচের ফি পাবেন মাশরাফি বিন মর্তুজা ও তার টিমমেটরা।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/জুন ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর