thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

এএসপি মিজানুরের ময়নাতদন্ত : শরীরে অসংখ্য আঘাত

২০১৭ জুন ২২ ১০:২৮:০৬
এএসপি মিজানুরের ময়নাতদন্ত : শরীরে অসংখ্য আঘাত

দ্য রিপোর্ট প্রতিবেদক : হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ কুমার বিশ্বাস।

তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘নিহত মিজানের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চামড়ার নিচে রক্ত জমাট ছিল। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা লাশের ভিসেরা সংরক্ষণ করেছি। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।’

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে মিজানুর রহমানের মরদেহ গ্রহণ করেন তার ছোট ভাই মাসুম তালুকদার। তিনি জানান, তার ভাইয়ের প্রথম জানাজা হবে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে, দ্বিতীয় জানাজা হবে আশকোনায়। এরপর টাঙ্গাইলের ঘাটাইলে তার তৃতীয় জানাজা সম্পন্ন হবে।

উল্লেখ্য, বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকার বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/আরএস/এনটি/এনআই/এম/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর