thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

সৌদিতে ঈদের ছুটি ২৪ দিন

২০১৭ জুন ২২ ১২:৫৬:৫৮
সৌদিতে ঈদের ছুটি ২৪ দিন

দ্য রিপোর্ট ডেস্ক : এবার সৌদি আরবে ঈদুল ফিতরের ছুটি এক সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ দিন করা হয়েছে। বুধবার সৌদি বাদশাহর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করার পরপরই এ ঘোষণা আসে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ বিশেষ ছুটি দিয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাতে এ খবর দিয়েছে আল আরাবিয়্যা ও সৌদি গেজেট।

এতে বলা হয়েছে, ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে বুধবার মোহাম্মদ বিন সালমানকে রাজতন্ত্রের ভবিষ্যৎ উত্তরসূরি মনোনীত করেন পবিত্র কাবা ঘরের তত্ত্বাবধায়ক বাদশা সালমান।

এরপরই তিনি ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর ঘোষণা দেন।

সৌদি আরবে ঈদের ছুটি ছিল ১৭ দিন। এ ছুটি সাধারণত ২০ রমজানে শুরু হয়। এবার স্থানীয় সময় অনুযায়ী ১৫ জুন শুরু হয়ে এ ছুটি ২ জুলাই শেষ হওয়ার কথা। কিন্তু ছুটি এক সপ্তাহ বৃদ্ধির ফলে তা শেষ হবে আগামী ৯ জুলাই।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর