thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ঈদের আগে শেষ কর্মদিবসে স্বাভাবিক সচিবালয়

২০১৭ জুন ২২ ১৩:২১:৩৫
ঈদের আগে শেষ কর্মদিবসে স্বাভাবিক সচিবালয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদের আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর মিলিয়ে টানা ৫ বা ৬ দিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার (২৩ জুন)।

অন্যান্য সময়ের মতো ঈদের আগে শেষ কর্মদিবসে ছুটির আমেজ নেই। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই। ঈদের আগে শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্র বিন্দু সচিবালয় অনেকটা কর্মচাঞ্চল্যহীন থাকে। অনেকে হাজিরা দিয়েই বাড়ি ফিরতে ছোটেন রেলস্টেশন, বাসস্টেশন কিংবা লঞ্চঘাটের দিকে। এবার সেই চিত্র নেই।

এবার সরকারি চাকুরেরা ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ছুটি কাটাবেন। তবে রমজানের ৩০ দিন পূর্ণ হলে ছুটি থাকবে ২৮ জুন পর্যন্ত।

শুক্র ও শনিবার (২৩ ও ২৪ জুন) সাপ্তাহিক ছুটি, এর মধ্যে শুক্রবার আবার শবে কদরেরও ছুটি।

আগামী ২৫ জুন (রবিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৬ জুন (সোমবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এ ক্ষেত্রে ২৫, ২৬ ও ২৭ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে আগামী ২৭ জুন (মঙ্গলবার)। সে ক্ষেত্রে এক দিন বেড়ে ২৮ জুনও (বুধবার) সরকারি ছুটি থাকবে।

এবার ঈদের ছুটি বাড়িয়ে ৬ দিন করার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।

শেষ কর্ম দিবসে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। মন্ত্রীরাও অফিসে এসেছেন সময় মতো।

শেষ অফিস হওয়ায় বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীদের সংখ্যাও ছিল অন্যান্য দিনের মতো। দুপুরে ৬ নম্বর ভবনের লিফটগুলোর সামনে ভিড় ছিল। গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের মতো গাড়িতে পূর্ণ ছিল।

সচিবালয়ে যাতায়াতকারী বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে লিফট অপারেটরদের ঈদের বখশিশ আদায়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। বখশিশের জন্য তৎপর ছিলেন কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মচারীরাও।

(দ্য রিপোর্ট/আরএমএম/এম/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর