thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

এবার ভনের একাদশে সাকিব

২০১৭ জুন ২২ ১৩:৪০:১৭
এবার ভনের একাদশে সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলেও এখনও চলছে এই টুর্নামেন্ট নিয়ে কাটাছেঁড়া। কারা ভালো খেলল, কারা আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হলো সেসব নিয়ে আলোচনার শেষ নেই। সেই আলোচনার আগুনে নতুন করে ঘি ঢাললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

নিজের অফিসিয়াল টুইটার আইডি থেকে একটি টুইটের মাধ্যমে ভন জানিয়েছেন, তার মতে এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ। সেই একাদশে জায়গা করে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে বিভিন্ন সেরা একাদশে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেলেও ভনের একাদশে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারি।

কিন্তু ভনের একাদশে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার জায়গা হলেও জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। আর এ জন্য ইতিমধ্যেই ভারতীয় সমর্থকগোষ্ঠীর তোপের মুখে পড়তে হয়েছে সাবেক এই ইংল্যান্ডের অধিনায়ককে।

ভনের একাদশে চ্যাম্পিয়ন পাকিস্তানের সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় রয়েছেন। পাকিস্তানের অধিনায়ক সরফরাজই তার দলের অধিনায়ক। এছাড়া ইংল্যান্ডের তিনজন, ভারতের দুইজন ও বাংলাদেশের একজন রয়েছেন এই একাদশে।

মাইকেল ভনের সেরা চ্যাম্পিয়নস ট্রফি একাদশে
ফাখার জামান,
শিখর ধাওয়ান,
রোহিত শর্মা,
জো রুট,
সাকিব আল হাসান,
সরফরাজ আহমেদ (অধিনায়ক),
বেন স্টোকস,
আদিল রশিদ,
মোহাম্মদ আমির,
হাসান আলি এবং
জুনাইদ খান।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর