thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সড়ক দুর্ঘটনায় রাজশাহী সাইন্স ল্যাবের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত

২০১৭ জুন ২৩ ১৮:০০:১৬
সড়ক দুর্ঘটনায় রাজশাহী সাইন্স ল্যাবের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত

রাজশাহী অফিস : জেলার মোহনপুরে সড়ক দুর্ঘটনায় সাইন্স ল্যাবরেটরির রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনসুর আলী (৫৪) নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) ভোরে মোহনপুরের বিদ্যাধরপুর কালিতলা ব্রিজের কাছে তাকে বহন করা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ড. মনসুর ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের চালক শরিয়ত হোসেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ড. মনসুর আলী নওগাঁ জেলার ধামইরহাটের আক্কেল আলীর ছেলে। মনসুর আলী রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজস্ব বাড়িতে বসবাস করতেন। আর আহত গাড়ি চালক শরিয়ত হোসেন রাজশাহী নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মৃত আজাহার হোসেনের ছেলে।

রাজশাহীর মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানিয়েছেন, যাকাতের কাপড় নিয়ে গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন ড. মনসুর আলী। পথে রাজশাহীর মোহনপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গিয়ে ড. মনসুর আলী ও চালক শরিয়ত হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলে হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ড. মনসুর আলীকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জালাল উদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ড. মনসুর আলীর মৃত্যু হয়। মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান ডা. জালাল।

(দ্য রিপোর্ট/এজে/জুন ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর