thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

শাকিবকে বয়কট, তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

২০১৭ জুন ২৪ ১৩:৫৬:৩৯
শাকিবকে বয়কট, তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাকিবকে আজীবনের জন্য বয়কট ও চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্যমন্ত্রীর পদিত্যাগ দাবি করেছে দেশের ১৬টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম চলচ্চিত্র ঐক্যজোট।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে চারটা থেকে শুরু হওয়া জোটের এক জরুরি সভায়। বলা হয়, আগামী কার্যদিবসে সংশ্লিষ্ট প্রতিটি দফতরে এ সিদ্ধান্ত বিষয়ক চিঠি পৌঁছে দেওয়া হবে।

মূলত চলচ্চিত্র ঐক্যজোটের অংশ ১৬টি সংগঠন শাকিবকে বয়কটের সিদ্ধান্ত নেয়। আর শিল্পী সমিতিতে থাকায় সমিতি তার সদস্যপদ বাতিল করার বিষয়টি চূড়ান্ত করেছে।

এ সভায় পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সিনিয়র অভিনেতা ফারুক, আলমগীর, রিয়াজ, পপি, প্রযোজক খোরশেদ আলম খসরু, ডিপজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'নবাব' ও 'বস টু' মুক্তিকে ঘিরে দেশের চলচ্চিত্র অঙ্গন এখন দুটি পক্ষে বিভক্ত। এদিকে ছবি দুটির সেন্সর ছাড়পত্র দেয়ায় তথ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/জুন ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর