thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

২০১৭ জুন ২৪ ১৮:২৭:৩৬
গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজনের নাম আবু বকর (৩০)। বাকিদের নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

আহতদের মধ্যে রাসেল (২৩), শহিদুল (৪৫), শুভ (১৫), ইভা (২৫) ও অভিকে (১২) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার এসআই মো. কাউছার ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১টার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন লেগুনা যাত্রী আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এক নারী ও দুই জন পুরুষকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহতাবস্থায় আবু রকর ও ফরিদাকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে আবু বকরের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন, আবু বকরকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/জুন ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর