thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

২০১৭ জুন ২৫ ১২:০৭:২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি : যানবাহনের অতিরিক্ত চাপ ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট দেখে দিয়েছে।

মহাসড়কের এলেঙ্গা, রাবনা বাইপাস, নাটিয়াপাড়া, পাকুল্লা এলাকায় এ যানজট রয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা ভোগান্তিতে পরেছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন দ্য রিপোর্টকে জানান, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে। ফলে ওই গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের আট শতাধিক সদস্য সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর