thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

কোনো নোটিশ ছাড়াই বাড়ি ভাঙা হচ্ছে : মওদুদ

২০১৭ জুন ২৫ ১৩:১৪:১৭
কোনো নোটিশ ছাড়াই বাড়ি ভাঙা হচ্ছে : মওদুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : কোনো নোটিশ ছাড়াই রাজধানীর গুলশানে বাড়িটি ভাঙা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রবিবার (২৫ জুন) সকালে বাড়ি ভাঙার বিষয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

মওদুদ আহমদ বলেন, ‘বাড়ি ভাঙার বিষয়ে আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। বাড়ি ভাঙতে আদালতের কোনো নির্দেশনা নেই। আদালতের নির্দেশনা ছাড়াই বাড়ি ভাঙা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গুলশানের বাড়িটির বিষয়ে উচ্চ আদালতে দুটি রিট মামলা বিচারাধীন আছে। বাড়িটি জোর করে নিয়ে নেওয়া হয়েছে। দেশে আইনের শাসন নেই, আইনের প্রতি তাদের শ্রদ্ধা নেই।’

প্রসঙ্গত, রবিবার সকাল থেকে বাড়িটি ভাঙা শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এর আগে গত ৭ জুন প্রথম দফায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের গুলশানের বাসায় উচ্ছেদ অভিযান চালায় রাজউক। দুপুর ১২টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত মওদুদ আহমদের গুলশান ২ নম্বরের বাড়িতে উচ্ছেদ অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পরে বাড়িটি সিলগালা করে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর