thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ঢাকা ফাঁকা

২০১৭ জুন ২৫ ১৬:১৭:৪৪
ঢাকা ফাঁকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : খিলগাঁও, গোড়ান বা বাসাবো এলাকা থেকে যারা নিয়মিত মতিঝিল-পল্টনে আসেন তাদের প্রতিনিয়ত সকাল বেলা খিলগাঁও রেলগেইট ও আমতলায় লেগুনা ও রিকশার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। দীর্ঘ অপেক্ষা ও হুড়োহুড়ি করেও অফিসটাইমে ওই এলাকার মানুষজন লেগুনায় উঠতে পারেন না। রিকশায় যেতে চায় পল্টন, মতিঝিল এলাকায়। ফলে অনেকে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দেন। আর সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার হলে তো কথাই নেই। খিলগাঁও রেলগেইট থেকে দৈনিক বাংলা হেঁটে আসতে যেখানে ১৫-২০ মিনিট লাগে, সেখানে লেগুনা বা রিকশায় এর দুই তিনগুন সময় লাগে। কিন্তু রবিবার (২৫ জুন) সপ্তাহের প্রথমদিন একেবারেই উল্টোচিত্র খিলগাঁও রেলগেটে। লেগুনাগুলোর হেলপাররা যাত্রীদের জন্য অপেক্ষা করছে। দৈনিক বাংলা ও গুলিস্তানগামী যাত্রীদের ডেকে ডেকে উঠাচ্ছে। রাস্তাঘাট ফাঁকা। খিলগাঁও রেলগেইট থেকে দৈনিক বাংলায় আসতে সময় লাগল মাত্র ৫-৭ মিনিট।

রাজধানীর যানজটযুক্ত খিলগাঁও-দৈনিক বাংলা রাস্তার মতো অন্যান্য সড়কগুলোতেও একইচিত্র রবিবার। পরিবার-পরিজনের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে রাজধানী ছেড়েছে বিপুল সংখ্যক মানুষ। রবিবারও মানুষের নাড়ির টানে বাড়ি ফেরার শ্রোত ছিল লঞ্চ, বাস ও রেলস্টেশনের দিকে। বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগের কারণে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। রাজধানীর ব্যস্ততম পল্টন মোড়, গুলিস্তান, মতিঝিল, কাকরাইল এমনকি মৌচাকেও চিরচেনা যানজট নেই। তবে অভিজাত বিপণিবিতানগুলোয় এখনো ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে সোমবার বা মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তাই চাঁদ রাত পর্যন্ত চলবে এই কেনাকাটা। যারা ঢাকায় ঈদ করছেন মূলত তারই শেষ মূহূর্তের কেনাকাটায় ব্যস্ত।

(দ্য রিপোর্ট/কেএ/এপি/জুন ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর