thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘নৌযাত্রায় সীমিত ক্ষমতার মধ্যে ভালো ব্যবস্থা’

২০১৭ জুন ২৫ ১৬:৫৭:৫১
‘নৌযাত্রায় সীমিত ক্ষমতার মধ্যে ভালো ব্যবস্থা’

মুন্সীগঞ্জ প্রতিনিধি : এবার ঈদ যাত্রায় নৌপথের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

রবিবার দুপুরে শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি বলেন, আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও পারাপারের যে ব্যবস্থা নেওয়া হয়েছে আমার মনে হয় তা সবচেয়ে ভালো ব্যবস্থা। আমি আশা করি সবাই খুব সন্তুষ্ট। কোন ভোগান্তি নেই। কোন জ্যাম নেই। নদীর অবস্থা ভালো। আর লঞ্চেও অতিরিক্ত কোন যাত্রী বহন করার সংখ্যা কম। প্রয়োজনে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছে।

এদিকে, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন আহাম্মেদ শিমুলিয়া ঘাট পরিদর্শন করে ঘাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানান। এ সময় হেলাল উদ্দীন আহাম্মেদ বলেন, ঘাটের ব্যবস্থাপনা অনেক ভালো। তবে অতিরিক্ত ভাড়ার চেয়ে যাত্রীর নিরাপদ যাত্রার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। নৌপথের সকল দিকটা এবার খুব ভালোয় ভালোয় কেটেছে।এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা ও জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(দ্য রিপোর্ট/এপি/জুন ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর