thereport24.com
ঢাকা, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮, ৫ বৈশাখ ১৪২৫,  ৩০ রজব ১৪৩৯

বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত

২০১৭ জুন ২৬ ০৯:০২:৫৪
বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সোমবার (২৬ জুন) সকাল ৭টা ৫ মিনিটে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী।

বরাবরের মতো এবারো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকারম জাতীয় মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং ৫ম ও শেষ জামাত সকাল পৌঁনে ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আদায় করতে সকাল থেকেই মুসল্লিরা ছুটেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দিকে।

পাঞ্জাবী-পায়জামা আর তসবিহ জায়নামাজ নিয়ে বড়দের পাশাপাশি ছোট শিশু-কিশোররাও শরিক হন সেখানে। প্রথম জামাতে বায়তুল মোকাররমের ভেতরে ও বাইরে পরিপূর্ণ হয়ে যায়।

ঈদুল ফিতরের নামাজের পর দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো বায়তুল মোকাররম এলাকা। গুনাহ মাফের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় ইমাম বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মুকাররমে দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, তৃতীয় জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ইমামতি করবেন।

এই ৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

অন্যদিকে সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট মোড় সংলগ্ন জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান এ ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান।

রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা ছিল।

(দ্য রিপোর্ট/কেএ/এনটি/জুন ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে