thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৩ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

কলম্বিয়ায় লঞ্চ ডুবে নিহত ৯

২০১৭ জুন ২৬ ১১:২৩:০৯
কলম্বিয়ায় লঞ্চ ডুবে নিহত ৯

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর-পশ্চিম কলম্বিয়ায় যাত্রীবাহি একটি লঞ্চ ডুবে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ২৮ জন।

রবিবার পর্যটন নগরী গুয়াতাপেতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

যুকাতরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, চার তলা লঞ্চটিতে ১৫০জন যাত্রী ছিল। মাত্র পাঁচ মিনিটের মধ্যে লঞ্চটি ডুবে যায়। এসময় আশেপাশে থাকা পর্যটকদের বহনকারী নৌকাগুলো ছুটে আসে এবং ডুবে যাওয়া লঞ্চটির যাত্রীদের উদ্ধার শুরু করে।

স্থানীয় সরকারি দপ্তর জানিয়েছে, ‘পরিস্থিতি বেশ গুরুত্বের সঙ্গে দেখা যচ্ছে।’ ২০ জনেরও বেশি লোককে গুয়াতাপের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধারকাজে জড়িত ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন লুইস বার্নার্ডো মোরালেস জানান, লঞ্চটি ডুবে যাওয়ার সময় বন্দরের খুব কাছাকাছি ছিল।

তিনি আরও জানান, ‘আমরা এখনো জানি না, এটি কী কারণে ডুবেছে। যান্ত্রিক সমস্যা, অতিরিক্ত যাত্রী বহন, নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর