thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

২০১৭ জুন ২৬ ১১:৫১:৫৪
সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ উৎসব এসেছে। এটি সবার জন্য গুরুত্বপূর্ণ।

ঈদের শুভেচ্ছা দিতে গিয়ে বাজেট নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, বাজেট পাস হওয়ার পর মানুষের আর্থসামাজিক উন্নতি হবে।

শেখ হাসিনা জানান, বাংলাদেশের মানুষের ভাগ্য আরও উন্নত হবে, দারিদ্রমুক্ত হবে। প্রত্যেক ঘরে ঘরে ঈদ আনন্দ বয়ে আনুন এ প্রত্যাশা করছি।

উন্নত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় রাজনীতিক দলের নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় করেন। এর পর বেলা সোয়া ১১টার দিকে সরকার প্রধান কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী সেমাইসহ মিষ্টান্ন দিয়ে সবাইকে অ্যাপায়ন করেন।

(দ্য রিপোর্ট/কেএ/জুন ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর