thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

এশিয়ান টিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা

২০১৭ জুন ২৬ ১২:১৫:১২
এশিয়ান টিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এসব অনুষ্ঠান সাজানো হয়েছে বলে এশিয়ান টিভি কর্তৃপক্ষ জানিয়েছে।

এর মধ্যে রয়েছে বাংলা সিনেমা, বিশেষ ধারবাহিক নাটক, একক নাটক, নন-ফিকশন শো, লাইভ মিউজিক ফেস্ট এবং জনপ্রিয় শিশুতোষ কার্টুন ডোরেমন।

অনুষ্ঠান সূচি

এবারে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে বাংলা সিনেমা প্রচারিত হবে।

ঈদের দিন সকাল ১১টায় মায়ের মত ভাবী, দুপুর ২টা ৫ মিনিটে মন বসেনা পড়ার টেবিলে।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১১টায় চাওয়া থেকে পাওয়া, দুপুর ২টা ৫ মিনিটে স্বামী নিয়ে যুদ্ধ।

ঈদের তৃতীয় দিন সকাল ১১টায় প্রেম সংঘাত, দুপুর ২টা ৫ মিনিটে জমিদার।

ঈদের চতুর্থ দিন সকাল ১১টায় ফুল নেবো না অশ্রু নেবো, দুপুর ২টা ৫ মিনিটে লুটতরাজ।

ঈদের পঞ্চম দিন সকাল ১১টায় সবার উপরে প্রেম, দুপুর ২টা ৫ মিনিটেঃ বাবা আমার বাবা।

ঈদের ষষ্ঠ দিন সকাল ১১টায় যত প্রেম তত জ্বালা, দুপুর ২টা ৫ মিনিটে বুকের ভিতর আগুন।

ঈদের সপ্তম দিন সকাল ১১টায় প্রাণ স্বজনী, দুপুর ২টা ৫ মিনিটে মায়ের জন্য মরতে পারি।

সাত দিনের বিশেষ ধারবাহিক নাটক ও প্রচারের সময়

বেলা ০১.২০ মিনিটে বোকা আবুল।

বিকেল ০৫.১০ মিনিটে বউ পাগল।

বিকেল ০৫.৫০ মিনিটে অতি চালাকের গলায় দড়ি।

রাত ০৭.২৫ মিনিটে রসগোল্লা।

রাত ০৯.০০ মিনিটে জাপানী ভিসা।

রাত ০৯.৪০ মিনিটে খালি কলসি বাজে বেশী।

রাত ১০.২০ মিনিটে ভেল্কিবাজি।

ধারবাহিকের পাশাপাশি সাতটি বিশেষ একক নাটক রয়েছে ঈদ আয়োজন। এগুলো হলো- হানিমুন, ছাওয়াল, লাস্ট ডেট অব সুইসাইড, ওয়ান টু সিক্স, প্রক্সি, সরল প্রেম ও গল্পের নামটি চূড়ান্ত নয়। একক নাটক প্রচারিত হবে ঈদের ৭ দিন রাত ৮টায়।

ধারাবাহিক ও একক নাটকের উল্লেখযোগ্য অভিনেতা-অভিনেত্রী হলেন এটিএম শামসুজ্জামান, পপি, বাঁধন, মীর সাব্বির, সজল, আখম হাসান, ডলি জহুর, মিমো, তিশাসহ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।

সিনেমা-নাটকের পাশাপাশি এশিয়ান টেলিভিশনের ঈদ বিনোদনে বিশেষ নন-ফিকশন অনুষ্ঠান হলো- ঈদ বিনোদন নেত্রী ভার্সেস কর্মী, ফরেনাস শো, ডান্স ফিউশন, শোকেস, লেডিস ফার্স্ট, ঈদ শো উইথ পলিটিক্যাল লিডার এবং ঈদ শো উইথ বিজনেস লিডার। ননফিকশনের এসব অনুষ্ঠান প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬.৩৫ মিনিটে।

এছাড়া প্রতিদিন রাত ১১টায় সেরা সংগীত শিল্পীদের অংশগ্রহণে থাকবে লাইভ মিউজিক ফেস্ট।

সাতদিনের এই আয়োজনে যারা গান গাইবেন--

১ম দিন- আখি আলমগীর

২য় দিন- বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী

৩য় দিন- জলের গান

৪র্থ দিন- নেন্সি ও প্রতিক হাসান

৫ম দিন- আরেফিন রুমি

৬ষ্ঠ দিন- শাহনাজ বেলী ও শফি মণ্ডল

৭ম দিন- মুহিন ও লিজা

এশিয়ান টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। এর আগে গত ১৯ জুন এক সংবাদ সম্মেলনে এশিয়ান টিভির চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ সিআইপি ঈদ আয়োজনের নানাদিক তুলে ধরেন।

(দ্য রিপোর্ট/কেএ/এনটি/জুন ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর