thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

২০১৭ জুন ২৭ ১০:৫২:০০
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য প্রীতি বিকাশ চাকমা ওরফে বসু চাকমাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ভোর রাতে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, মিয়ানমার আর্মির একটি কম্ব্যাট জ্যাকেট, দুটি মোবাইল, চাঁদা আদায়ের ২০টি রশিদ বই ও একটি নোট বুক উদ্বার হয়েছে। আটক প্রীতি চাকমা ইউপিডিএফ’র মহালছড়ি উপজেলা শাখার অর্থ সচিব বলে জানা গেছে।

খাগড়াছড়ি রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ৪-৫ সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৩টার দিকে মহালছড়ি জোনের একটি টহল দল উপজেলার মাইসছড়ির নোয়া পাড়ায় অভিযান চালায়। এ সময় প্রীতি বিকাশ চাকমাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। প্রীতি বিকাশ চাকমাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৭, ২০১৭)

এইচ এম প্রফুল্ল,

খাগড়াছড়ি পার্বত্য জেলা

০১৭৩১১০১৫৫১,০১৫৫২৩৯৯০৪১

০১৮২০৭৪৬৭৬৬,০৩৭১-৬১০১৫(বাসা)

যসঢ়ৎড়ভঁষষধ@ুধযড়ড়.পড়স

২৭-০৬-২০১৭

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর