thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

চীনা সীমান্ত তিব্বতে বিএসএফ প্রবেশের অভিযোগ

২০১৭ জুন ২৭ ১০:৫৮:৩১
চীনা সীমান্ত তিব্বতে বিএসএফ প্রবেশের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ চীন কর্তৃত্বাধীন তিব্বতে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে চীন।

চীনে দাবি, ভারতের সিকিম রাজ্য থেকে অবৈধভাবে বিএসএফ তিব্বতে প্রবেশ করেছে।

মঙ্গলবার (২৭ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, ভারতের এমন আচরণে দুই দেশের সম্পর্ক আরও জটিল হবে বলে মনে করে চীনা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ভারতীয় বাহিনী স্বাভাবিক প্রক্রিয়া মানেনি। তারা তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানান।

সোমবার এক বিবৃতিতে তারা জানায়, ভারতকে চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো উচিত। ইতোমধ্যে সিকিম ও তিব্বত মাঝামাঝি নাথু লা পাসে পূণ্যার্থীদের যাত্রা বন্ধ করে দিয়েছে চীন।

আলাদা বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারতীয় সেনাবাহিনী তাদের কাজে বাধা দিয়েছে যা সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে হুমকিস্বরুপ।

তারা জানায়, ‘চীন সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। তবে বৈধ অধিকার রক্ষায় সবসময় সচেষ্ট থাকবে তারা। চীন আশা করে ভারত বিয়সটিকে জটিল করবে না এবং সুসম্পর্ক বজায় রাখবে।’

চীন ও ভারতের সম্পর্ক বরাবরই শীতল ছিলো। সর্বশেষ পাকিস্তানের প্রতি চীনের সমর্থন ও বেল্ট এন্ড রোড সম্মেলনে ভারতের উপস্থিত না থাকায় তাদের সম্পর্কের আরও অবনতি ঘটে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর