thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এর আগে শক্তিশালী ছিল না : ট্রাম্প

২০১৭ জুন ২৭ ১২:০৩:৫৮
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এর আগে শক্তিশালী ছিল না : ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এর আগে কখনোই এত শক্তিশালী ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (২৬ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে চান।

হোয়াইট হাউসে প্রথমবারের মতো মুখোমুখি আলাপ হয় দুই নেতার। এর পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন তিনি ও ভারতের প্রধানমন্ত্রী।

‘ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এর অগে কখনো এত মজবুত ও উন্নত ছিল না’, বলেন ট্রাম্প। এ সময় নিয়মিত টুইটারে পোস্ট করা ট্রাম্প বলেন, তিনি ও মোদি ‘সামাজিক যোগাযোগের মাধ্যমের বিশ্বনেতা’।

সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হলো সন্ত্রাসের অভয়ারণ্য ধ্বংসের লড়াই।

এ সময় তিনি ট্রাম্পকে সপরিবারে ভারত সফরে নিমন্ত্রণ জানান।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর