thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

একবিংশ শতাব্দীর প্রথম কাউন্টি ক্রিকেটার হামিদুল্লাহ

২০১৭ জুন ২৭ ১৩:০৬:৩০
একবিংশ শতাব্দীর প্রথম কাউন্টি ক্রিকেটার হামিদুল্লাহ

দ্য রিপোর্ট ডেস্ক : কাউন্টি ক্রিকেটের প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী হামিদুল্লাহ কাদরি।

ডার্বিশায়ারের এ ক্রিকেটার একবিংশ শতাব্দীর প্রথম কাউন্টি ক্রিকেটার।

২০০০ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করা হামিদুল্লাহর সোমবার কাউন্টি ক্রিকেটে গ্লামরগানের বিপক্ষে অভিষেক হয়েছে।

ডিভিশন-টু এর দিবারাত্রির খেলায় ডার্বিশায়ার আগে ব্যাটিং করতে নেমে ২৮৮ রানে অলআউট হয়। শুরুটা ভালো হয়নি হামিদুল্লাহর। ১১ নম্বরে ব্যাটিং করতে নেমে একবার নো বলে আউট হয়েছিলেন। পরবর্তীতে ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হামিদুল্লাহ।

কাউন্টি ক্রিকেটে সোমবার অভিষেক হলেও একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন হামিদুল্লাহ। চলতি বছরের ২৯ মে ডার্বিশায়ারের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচটি খেলেছেন ১৬ বছরের এ ক্রিকেটার।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর