thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

রাজনীতি ছবির নির্মাতার আবেগঘন বক্তব্য

২০১৭ জুন ২৭ ১৪:৩৩:৪২
রাজনীতি ছবির নির্মাতার আবেগঘন বক্তব্য

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব-জুটি অভিনীত চলচ্চিত্র 'রাজনীতি'। বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটির মাধ্যমে এক বছর পর বড় পর্দায় ফিরেছেন অপু বিশ্বাস। তবে যৌথ প্রযোজনার ছবি 'নবাব' এর জন্য দেশীয় ছবি 'রাজনীতি' কম হল পেয়েছে বলে অভিযোগ করেছেন নির্মাতা বুলবুল বিশ্বাস।

ফেসবুকে এ প্রসঙ্গে স্ট্যাটাস লিখেছেন। রাজনীতি নির্মাতার ফেসবুক থেকে স্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হলো।

রাজনীতি ছবির নির্মাতা বলেন, 'ছিলাম ডাক্তার। সেখান থেকে শুধু আমাদের দেশের চলচ্চিত্রকে ভালোবাসি বলেই চলচ্চিত্র বানাতে এসেছি। এমনকি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েশন কোর্স ছাড়তেও দ্বিধা করিনি।

চাইলে আমি পারতাম তথাকথিত অবানিজ্যিক ধারার সিনেমা (যাকে বলেন আপনারা আর্ট ফিল্ম বানাতে। কিন্তু আমি তা করিনি।'

'শুধুমাত্র আমাদের দেশের বর্তমান চলচ্চিত্রের করুন অবস্থার কথা ভেবে, চিন্তা করেছি একটা পারিবারিক আবহের বানিজ্যিক ছবি যা আমরা ৮০’র দশকে দেখতাম, তেমনি ছবি বানাবো, যাতে আমার দেশের অন্তত একটা সিনেমা হলের বন্ধ হয়ে যাওয়া আটকাতে পারি।'

'সেই লক্ষ্যে আমি আমার নিশ্চিত ক্যারিয়ার, পরিবার ছেড়ে খুবই মানবেতর জীবন যাপন করে অনেক পরিশ্রম করে আকাশচুম্বী সীমাবদ্ধতার মধ্যে ‘‘রাজনীতি’’ ছবিটি বানিয়েছি।

‘আশা ছিল এই ঈদে ছবিটা রিলিজ দিয়ে আমার প্রযোজকের সাথে সাথে আমিও আমার দু:সময়ের দিন ঘুচাবো।’

‘কিন্তু জীবনে কখনো ভাবি নাই ছবি মুক্তির সময়ে কলকাতার জিতের ছবি, বাবা যাদবের ছবির কারণে আমি বাংলাদেশের নির্মাতা হয়ে বাংলাদেশের হল পাব না? আমি আমার নিজ জন্মস্থান কুষ্টিয়া-তেও ছবিটি রিলিজ দিতে পারিনি।’

‘আজ যদি নিজ দেশের আমার কোন ভাই এর কারণে আমার ছবি হল না পেতো তো আমার দু:খ থাকতো না। আজ যদি কোয়ালিটির বিচারে কোন হল না পেতাম তবুও আমার কোন দুঃখ থাকতো না। ছবি রিলিজের সময় আমাকে স্রেফ হাত পা বেধে পানিতে ফেলে দিয়েছে এই তথাকথিত যৌথ প্রযোজনা, কিছু সরকারি নিয়ম, আর সবগুলো(প্রায়) হল একটি প্রতিষ্ঠানের কাছে জিম্মির সিস্টেম।’

‘খুব কষ্ট করে আমাকে বলতে হয়েছে। আমরা কি আসলে এমন বাংলাদেশ চেয়েছিলাম? যে দেশে একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তার ছবি দর্শকের কাছে পৌছাতে পারছে না। আমরা কি আসলেই স্বাধীন? জানি না বাংলা চলচ্চিত্রের ভবিষ্যত কি? বা বাংলাদেশের বা বাঙালী জাতির ভবিষ্যত কি? তবে সামনে ঘোর অমানিশার অন্ধকার। যাই হোক হাতে পায়ে ধরে সামান্য যে কয়খানা হল আমি ম্যানেজ করতে পেরেছি সেখানে আপনারা ছবিটি দেখে বিনোদিত হবেন আশা করি।’

‘উল্ল্যেখ্য যে, এই প্রথম শাকিব-অপুর কোন ছবি (বিগ বাজেট ও বিগ কাস্টিং) যোগ্যতা থাকা সত্বেও এতো কম হল পেয়ে রিলিজ হচ্ছে শুধুমাত্র ভিনদেশী আগ্রাসনে।

অনেকে আমাদের বলেছে এমতাবস্থায় "রাজনীতি" মুক্তি না দেয়ার কথা। আমরা বলেছি, না অন্তত দর্শকদের সাথে প্রতারণা করবো না, কথা দিয়েছি ঈদের সালামী দেবো "রাজনীতি" দিয়ে। কথা রাখবো। ইনশাআল্লাহ আমাদের দর্শক তাদের ভালবাসা দিয়ে আমাদের শ্রম এবং তাদের প্রতি আমাদের এই ভালবাসার মর্যাদা রাখবে। ঈদ মোবারক। জয় হবেই বাংলাদেশী চলচ্চিত্রের।’

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/জুন ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর