thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা: কাদের

২০১৭ জুন ২৮ ১৩:৪৫:০২
ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার নিকট অতীত ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়ে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে বুধবার (২৮ জুন) ঈদযাত্রা পর্যালোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ দাবি করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রা নিকট অতীতের ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক যাত্রা এবং গত কয়েক বছরের মধ্যে এবারই রাস্তাঘাট সড়ক-মহাসড়ক তুলনামূলক ছিল ভাল। রেলযাত্রাও ছিল ভাল এবং নৌপথেও যাত্রাও ছিল স্বস্তিদায়ক। তিনটি পরিবহনেই স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রার সময় বৃষ্টি-বাদল না থাকায় আমরা আল্লাহর তরফে অনেক ফেবার পেয়েছি। পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। মন্ত্রণালয়ের মনিটরিং টিম, সড়ক ও জনপথের ইঞ্জিনিয়াররা রাস্তায় ছিলেন। আমি তাদের ছুটি বাতিল করেছিলাম। তারা দেশ ও জনগণের স্বার্থে তা হাসিমুখে মেনে নিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের সময় চার ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া এটা কল্পনাও করা যায় না। গতবারের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের হারও ছিল অনেক কম।’

রংপুরের পীরগঞ্জে ট্রাকে করে বাড়ী ফেরার পথে দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানীর বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা গরিব মানুষ, অল্প পয়সায় এটায় (ট্রাকে) উঠেছিল। এদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি তখনই খোঁজ-খবর নিয়েছি। জেলা প্রশাসককে অনুরোধ করেছি যাতে লাশ পৌঁছে দেওয়া হয়। কিছু তৎক্ষণিক সাহায্যও তাদেরকে করা হয়।’

এবার ঈদে দুর্ঘটনা ও মৃত্যুর হারও কম দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গতবারের তুলনায় দুর্ঘটনার হার অনেক কম।’

‘আমি কথা দিয়েছিলাম ঈদের দিনও রাস্তায় থাকব। আমি কথা রেখেছি। আমি ঈদের দিন আপনজনদের সঙ্গে সাক্ষাতের পর রাঙ্গামাটি চলে গেছি।’

এক মাসের মধ্যে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ভারী যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

কর্মকর্তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘বৃষ্টির কথা মাথায় রেখে আমাদের কর্মস্থলে ফেরা যাত্রীর ব্যাপারে চিন্তা-ভাবনা করতে হবে। ধরে নিতে হবে বৃষ্টি হবে। এটা ভেবেই রাস্তা ব্যবহারযোগ্য রাখতে হবে।’

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনটি/এনআই/জুন ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর