thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

হলি আর্টিজানে হামলার চার্জশিট শীঘ্রই : স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৭ জুন ২৮ ১৪:৩৭:২৭
হলি আর্টিজানে হামলার চার্জশিট শীঘ্রই : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনার মামলার চার্জশিট শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সচিবালয়ে বুধবার (২৮ জুন) নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী এ কথা জানান।

গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোঁরায় জঙ্গিরা হামলা চালিয়ে ২ জন পুলিশ ছাড়াও জিম্মি ২০ দেশি-বিদেশিকে নৃশংসভাবে হত্যা করে। ২০ জিম্মির মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি। পরদিন ভোরে সেনা বাহিনীর অভিযানে ৫ জঙ্গিও নিহত হয়।

হলি আর্টিজানে হামলার এক বছর পূর্তি হতে যাচ্ছে- তদন্ত কতদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান এক বছর পূর্তি হতে যাচ্ছে। এখানে আমাদের শুধু দেশি নয়, ইটালিয়ান, জাপানিজ, ইন্ডিয়ান ও বাংলাদেশ বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নিহত হয়েছেন, শাহাদাতবরণ করেছেন।’

তিনি বলেন, ‘আমরা সেজন্য অত্যন্ত দুঃখিত। আমাদের রাষ্ট্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু শোক প্রকাশ করেননি, যথাযোগ্য সেখানে যা করার তিনি তা করেছেন। আমাদের সেই দিনটা একটা টার্নিং পয়েন্ট ছিল।’

‘টার্নিং পয়েন্ট এই জন্য আমরা বুঝতে পেরেছিলাম যে এই জঙ্গিরা কী চায়? কী তাদের উদ্দেশ্য, কারা এর আশ্রয়-প্রশ্রয়দাতা কিংবা কারা এর অর্থায়ন করছে। সবগুলো বিষয় আমরা এই ঘটনাটি ঘটার পরে আমরা খুব সুক্ষ্মভাবে দেখেছি এবং সেজন্যই আমাদের চার্জশিট দিতে একটু সময় নিয়েছি।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা মনে করি একটি নির্ভুল চার্জশিট আমরা দিব এবং যেহেতু শুধু আমাদের বাংলাদেশি নয় বন্ধুপ্রতীম দেশ জাপান, ইতালী, ইন্ডিয়া এবং আমেরিকার নাগরিকরা এখানে শাহাদতবরণ করেছেন আহত হয়েছেন কাজেই এখানে আমরা সঠিক চার্জশিটটি কোন ভুল ছাড়া কোন ত্রুটি ছাড়া, ত্রুটিমুক্ত চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং খুব শিঘ্রই আমরা চার্জশিটটি দিতে পারব।’

ঈদে মানুষের ঘরে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে নিরাপত্তা বাহিনী সব ধরনের প্রস্তুতি আগে থেকে নিয়েছে। যাত্রাপথে কোন ধরনের সমস্যা যাতে না হয় সে প্রস্তুতি আমাদের ছিল।’

ঈদে ঘরে ফেরা নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অমানুষিক পরিশ্রম করেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম যানজট নিরসন এবং হাইওয়েগুলো পরিষ্কার রাখা। আইনশৃঙ্খলা বাহিনী তা যথাযথভাবে পালন করেছে বলে আমরা মনে করছি।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এনটি/এনআই/জুন ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর