thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ব‌িক‌েলে সংসদ বসছ‌ে, পাস হচ্ছ‌ে অর্থবিল

২০১৭ জুন ২৮ ১৪:৪৭:১৮
ব‌িক‌েলে সংসদ বসছ‌ে, পাস হচ্ছ‌ে অর্থবিল

দ্য রিপোর্ট প্রত‌িরেদক : পব‌িত্র ঈদুল ফ‌িতরের রিরত‌ি শ‌েষে বুধবার (২৮ জুন) ব‌িক‌েল ৪টায় জাতীয় সংসদ‌ের বাজ‌েট অধ‌িব‌েশন বসছ‌ে। ২০১৭-১৮ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী য‌ে চার লাখ ক‌োট‌ি টাকার বাজ‌েট প‌েশ করেছেন, বুধবার এ বাজ‌েট‌ের অর্থব‌িল পাস হব‌ে। আর সংশ‌োধনী শ‌েষে এ বাজ‌েট পাস হব‌ে।

তব‌ে বহুল আল‌োচ‌িত সমাল‌োচ‌িত ব্যাংক হ‌িসাব‌ের ওপর আবগারি শুল্ক ও ভ্যাট হার পরিবর্তন আসছ‌ে ক‌িনা, এটার উপরই সবার নজর রয়েছে।

উন্নয়নের ‘মহাসড়কে’ বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন সামনে রেখে গত ১ জুন চার লাখ ২৬৬ কোটি টাকার জাতীয় বাজ‌েট প‌েশ করেন অর্থমন্ত্রী।

জাতীয় সংসদ‌ে পেশ করা আবুল মাল আবদুল মুহ‌িত‌ের ব‌িশালাকারের এ বাজ‌েটের ওপর দীর্ঘ আল‌োচনা চল‌ে। ঈদের অবকাশ শেষে বুধবার বিক‌েলে সংসদ বসার পর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটের ওপর বক্তৃতা দেবেন।

রেওয়াজ অনুযায়ী বাজেটের রাজস্ব অংশের আলোচিত-সমালোচিত প্রস্তাবগুলোর মধ্যে কিছু বিষয়ে পরিবর্তন প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তা সংশোধন করতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন। পরে অর্থমন্ত্রী তা সংশোধন করে নিলে অর্থ বিল সংসদে পাস হয়।

(দ্য রিপোর্ট/ক‌েএ/এনটি/এনআই/জুন ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর