thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

শেখ হাসিনার সহায়ক সরকারের অধীনেই নির্বাচন : কাদের

২০১৭ জুন ২৮ ১৫:১৭:০৮
শেখ হাসিনার সহায়ক সরকারের অধীনেই নির্বাচন : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সচিবালয়ে বুধবার (২৮ জুন) ঈদযাত্রা নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা জানান।

বিএনপি চেয়ারপারসন দল নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলনে যাবে দলটি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের কথা তো ৮ বছর ধরে শুনছি, ৮ বছরে ৮ মিনিটও তাদের রাস্তায় দেখিনি সংঘবদ্ধভাবে। এমনকি ৫৯৬ জনের কমিটিকেও কোনোদিন দেখিনি কোনোদিন রাস্তায় এসে একটা স্লোগান দিতে, প্রটেস্ট করতে।’

তিনি বলেন, ‘আন্দোলনের নামে একটা বিষয় দেখেছি, আন্দোলনের নামে পেট্রোল বোমার ব্যবহার দেখেছি। মানুষ পুড়িয়ে মারা, গাছ কাটা, রাস্তা কাটা, রেল লাইনের ফিশ প্লেট উড়িয়ে দেওয়া, বিদ্যুৎ স্টেশন উড়িয়ে দেওয়া, ইলেকশনের বুথ-বাক্স, স্কুল পুড়িয়ে দেওয়া- এগুলো দেখেছি। জনগণকে নিয়ে আন্দোলন দেখিনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন হবে। সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে, ইলেকশনটা ইলেকশন কমিশনের অধীনেই হবে। কোনো সরকারের অধীনে হবে না। ইলেকশনের সময় যে যে বিষয়গুলো, যে যে মন্ত্রণালয় এবং সংস্থা ইলেকশন রিলেটেড সেগুলো কিন্তু ইলেকশন অধীনের ন্যাস্ত হবে। তখনকার রুটিন দায়িত্ব পালন করবে যে সরকার, সেই সরকারের কোনো মেজর পলিসি ডিসিশনে কোনো ভূমিকা থাকবে না।’

‘এমনকি সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন– এ দুটো সরকারের কাছে থাকবে না। ডিসি-এসপিরা ইলেকশন কমিশনের অধীনে থাকবেন। এ বিষয়টা পরিষ্কার জানা উচিত। ইলেকশন কমিশনই তখন মূল বিষয়। ইলেকশন কমিশনের অধীনেই তখন নির্বাচন হবে।’

মন্ত্রী বলেন, ‘আর এই সরকার থাকবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালে সরকার যে ভূমিকা পালন করে এ সরকারও, শেখ হাসিনার সরকারও একই দায়িত্ব পালন করবে। তাদের মূল কাজ হবে একটা সুন্দর, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি, ফেয়ার ইলেকশন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, ফেসিলেটেড করা। এটাকেই বলে সহায়ক সরকার।’

ওবায়দুল কাদের বলেন, ‘কাজেই তখন যে সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ক্ষমতায় থাকবে, সেই সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। তখন এ সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এনটি/এনআই/জুন ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর