thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই

২০১৭ জুলাই ০৩ ১৫:৫০:২৫
তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসই

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেন প্রায় বিগত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। সোমবার (৩ জুলাই) ডিএসই এ অবস্থানে উঠে এসেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭২৬ পয়েন্টে। যাতে সূচকটি চলতি বছরের ৭ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি বছরের ৬ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে ২০৯টি বা ৬৩.৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৭৭টি বা ২৩.৪০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি বা ১৩.০৭ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এ দিন কোম্পানির ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের ৩২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে- ব্র্যাক ব্যাংক, ডরিন পাওয়ার জেনারেশন, সাইফ পাওয়ারটেক, প্রাইম ব্যাংক, গ্রামীণফোন, আইসিবি ও নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার।

এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৭২২ পয়েন্টে। বাজারটিতে ৫৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৯টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তীত রয়েছে ২৭টির।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর