thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মৌলভীবাজারে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

২০১৭ জুলাই ০৯ ১৮:৫১:৫২
মৌলভীবাজারে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জেএমবির সদস্য লুৎফুর রহমান হারুনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। তিনি ২০০৫ সালে মৌলভীবাজারে সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামী।

রবিবার (৯ জুলাই) দুপুরে মৌলভীবাজার অতিরক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। জঙ্গি লুৎফুর রহমান হারুন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বুধপাশা গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে।

২০১৬ সালে ১৭ জুন নিজ বাড়ি থেকে ১টি দেশীয় এলজি ও কার্তুজসহ হারুনকে গ্রেফতার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমানের ভিত্তিতে অস্ত্র মামলার দুটি ধারায় তাকে যাবজ্জীবন এবং একই সঙ্গে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

রাষ্ট্র পক্ষের আইনজীবী কৃপাসিন্ধু দাস জানান, অস্ত্র মামলা আইনের ১৯ (এ) ধারায় অস্ত্র রাখার দায়ে যাবজ্জীবন এবং ১৯ (এফ) ধারায় কার্তুজ রাখার দায়ে ১০ বছরের কারাণ্ডাদেশ দেন আদালত। লুৎফুর রহমান হারুন ২০০৫ সালে মৌলভীবাজারে সিরিজ বোমা হামলা এবং ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশায় শাহ ডিঙ্গির মাজারে বোমা হামলার অন্যতম আসামী। সে নিষিদ্ধ ঘোষিত জেএমবির অন্যতম সদস্য।

এদিকে, আসামী পক্ষের আইনজীবী আজিজুর রব চৌধুরী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর