thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

যুব সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে ভারত

২০১৭ জুলাই ১০ ১৯:৫৫:৪০
যুব সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : অনূর্ধ্ব-১৮ (যুব) সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় ড্র অনুষ্ঠান। এত বাংলাদেশের গ্রুপে সঙ্গি হয়েছে ভারত ও এবারের আয়োজক ভুটান।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং নির্বাহী কমিটির সদস্য আবু নাইম সোহাগ।

ড্র অনুষ্ঠানে আনোয়ারুল হক হেলাল বলেন, ‘অংশগ্রহণকারী দেশগুলোর আমাদের ড্র সম্পন্ন করার অনুমতি দিয়েছে। বয়স ভিত্তিক কোনো টুর্নামেন্টেই প্রাইজমানি থাকছে না। তবে ২০ হাজার মার্কিন ডলার করে অংশগ্রহণ ফি পাচ্ছে আয়োজক ছাড়া বাকি ৫ দেশ। আয়োজকরা পাবে সব মিলিয়ে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ অর্থ তারা পাবে দলগুলো ও অফিসিয়ালদের থাকা-খাওয়া এবং ট্রফি তৈরির জন্য।’

আগামী ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর থিম্পুর চালেমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ভারতের সঙ্গে ২২ সেপ্টেম্বর।

ড্রতে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলের গ্রুপিং

গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ভারত ও ভুটান

গ্রুপ ‘বি’ : নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুলাই ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর