thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ডিএসইতে সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

২০১৭ জুলাই ১১ ১৪:৫৮:৩১
ডিএসইতে সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার (১১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আর্থিক লেনদেন বিগত সাড়ে ৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এ দিন মূল্যসূচকেও রেকর্ড হয়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩১ পয়েন্টে। যা সূচকটির যাত্রার শুরুর ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত বা যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বা বিগত প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে ১০৭টি বা ৩২.৩৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৫টি বা ৫৮.৯১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি বা ৮.৭৬ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এ দিন কোম্পানির ৬০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের ৫৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামি ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- অগ্নি সিষ্টেমস, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ফু-ওয়াং ফুড ও কনফিডেন্স সিমেন্ট।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর