thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৮ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

সাংবাদিক হেলালের আগাম জামিন

২০১৭ জুলাই ১১ ১৭:৩১:২৭
সাংবাদিক হেলালের আগাম জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাংবাদিক আজমালুল হক হেলালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাংবাদিক হেলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

এর আগে গত ৭ জুলাই পিরোজপুর-৩ আসনের (মঠবাড়ীয়া) সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। মামলায় এক স্থানীয় এক যুবলীগ নেতাকেও আসামি করা হয়েছে।

আজমল হক হেলাল দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি। আর নুরুল আমিন মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন যুবলীগের সদস্য।

মামলায় অভিযোগ করা হয়, স্বতন্ত্র সাংসদ ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে আজমল হক হেলাল ও নুরুল আমিন রাসেল ফেসবুক আইডিতে বেশ কিছু উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করেন, যা রুস্তম আলী ফরাজীর জন্য মানহানিকর।

(দ্য রিপোর্ট/কেআই/এপি/জুলাই ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবররে