thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ডিএসইতে ৭০ শতাংশ কোম্পানির দরপতন

২০১৭ জুলাই ১২ ১৪:৪৯:০৬
ডিএসইতে ৭০ শতাংশ কোম্পানির দরপতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবারের (১২ জুলাই) লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭০ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। একইসঙ্গে এদিন মূল্যসূচক ও আর্থিক লেনদেন কমেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৯১ পয়েন্টে। যা আগের দিন ৪ পয়েন্ট বেড়েছিল।

বুধবার ডিএসইতে ৯১৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ৩২০ কোটি ৬৯ লাখ টাকা।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে ৬৫টি বা ১৯.৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৩২টি বা ৭০.৩০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি বা ১০ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। এ দিন কোম্পানির ৭৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনের ৩৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস।

লেনদেনে এরপর রয়েছে- ফু-ওয়াং ফুড, বেক্সিমকো, ইসলামি ব্যাংক, তুং হাই নিটিং, নূরাণি ডাইং, সাইফ পাওয়ারটেক ও অগ্নি সিষ্টেমস।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর