thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮, ৫ আষাঢ় ১৪২৫,  ৩ অক্টোবর ১৪৩৯

ডিএসইতে ৬৪ শতাংশ কোম্পানির দরবৃদ্ধি

২০১৭ জুলাই ১৩ ১৪:৫৯:৩৩
ডিএসইতে ৬৪ শতাংশ কোম্পানির দরবৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবারের (১৩ জুলাই) লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৬৪ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। একইসঙ্গে এ দিন মূল্যসূচক ও আর্থিক লেনদেন বেড়েছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩৫ পয়েন্টে। যা আগের দিন ৪০ পয়েন্ট কমেছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৯১৪ কোটি ২৯ লাখ টাকা।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে ২১০টি বা ৬৩.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৭০টি বা ২১.২১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি বা ১৫.১৫ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। এ দিন কোম্পানির ৬৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের ৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস।

লেনদেনে এরপর রয়েছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশনস, জেনারেশন নেক্সট ফ্যাশন, ডরিন পাওয়ার জেনারেশনস, ডেফোডিল কম্পিউটারস, অগ্নি সিষ্টেমস, ফু-ওয়াং ফুড ও বেক্সিমকো।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে