thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

তামিম ইস্যুতে বিসিবি বাধাবে ‘হুলুস্থুল’, যদি...

২০১৭ জুলাই ১৪ ২০:৫৭:৫৬
তামিম ইস্যুতে বিসিবি বাধাবে ‘হুলুস্থুল’, যদি...

দ্য রিপোর্ট ডেস্ক : ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে ‘হেইট ক্রাইম’র শিকার হওয়ার বিষয়ে তামিম ইকবাল আনুষ্ঠানিক অভিযোগ করলে তা নিয়ে হুলুস্থুল বাধিয়ে ছাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৪ জুলাই) গণমাধ্যম কর্মীদের এমন কথাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

লন্ডনে ঘটে যাওয়া এ ঘটনা অস্বীকার করে আসছেন তামিম ইকবাল। বিষয়টিকে ‘মিথ্যে’ খবর বলে দাবি করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই তারকা ওপেনার বলেছেন, ব্যক্তিগত কারণে কাউন্টি ক্রিকেট দল এসেক্সের হয়ে বাকি ম্যাচগুলো না খেলেই দেশে ফিরেছেন তিনি। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, ইষ্ট লন্ডনে তামিম ইকবালে স্ত্রী আয়েশা সিদ্দিকা কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন বলে যে খবর ছড়িয়েছে তা সত্যি। এই ঘটনায় ভয় পেয়েই তামিম ইকবাল তড়িঘড়ি লন্ডন থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে দেশে ফিরে এসেছেন। কিন্তু নানাবিধ কারণে তামিম এ খবর চেপে রাখছেন।

এ বিষয়ে শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘যখন কোনো ঘটনা প্রকাশ করতে চাই না, আমরা সাধারণত বলি “ব্যক্তিগত কারণে”। তামিম এটাকে ব্যক্তিগত বলে শেষ করতে চাচ্ছে। যা-ই ঘটুক, সে যেহেতু চায় না এটা জানাজানি হোক, আমার মনে হয় এতটুকু সম্মান তাকে দেখানো উচিত। তবে সে যদি এটা নিয়ে আমাদের কাছে কখনো অভিযোগ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা নিয়ে হুলুস্থুল বাধাবে, কোনো সন্দেহ নেই।’

কিছু একটা ‘ঘটেছে, এতে নিশ্চিত হলেও বিষয়টিকে ততটা গুরুতর কিছু মনে করছেন না বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে রিপোর্ট করা, থানায় যাওয়াটা গুরুত্বপূর্ণ। আমার ধারণা, হয়তো কোনো একটি ঘটনা ঘটেছে। কিন্তু অত সিরিয়াস না, যতটা আমরা ভাবছি বা পত্র-পত্রিকায় যেভাবে এসেছে। তামিমের হয়তো ওখানে গিয়ে প্রাথমিকভাবে রিপোর্ট করার মতো অবস্থা ছিল না বা সে মনে করেছে দরকার নেই।’

ভবিষ্যতে এ ধরনের ঘটনা বা পরিস্থিতি এড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছেন বিসিবি প্রধান। তিনি বলেছেন, ‘আমাদের প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এ ঘটনা নিয়ে বলছি না। এ ধরনের ঘটনা যদি ঘটে, বাংলাদেশের সব খেলোয়াড়কে বলছি, সঙ্গে সঙ্গে আমাদের যেন জানানো হয়। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

প্রসঙ্গত, ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে বেশি ক’টি ম্যাচ খেলতে গত সপ্তাহে পরিবার নিয়ে লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু দলটির হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই দেশের পথ ধরেন তিনি। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তামিম হঠাৎ কেন এভাবে তড়িঘড়ি দেশের ফিরছেন, এ নিয়ে নানা প্রশ্ন ও কৌতুহল জন্ম নেয়। এসেক্সের পক্ষ থেকে জানানো হয়, ‘ব্যক্তিগত কারণে’ তামিম দেশে ফিরছেন। তামিমও ‘ব্যক্তিগত কারণ’ বলে উল্লেখ করেন নিজের ফেসবুক পেজে। কিন্তু বিসিবির বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর হলো-গত সোমবার ইস্ট লন্ডনে কিছু শ্বেতাঙ্গ যুবক তামিমের স্ত্রীকে ধাওয়া করে। তাদের হাতে নাকি অ্যাসিডও ছিল। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্ত্রী-সন্তানকে নিয়ে দেশে ফেরার সিদ্ধান্তে নেন তামিম। এ ঘটনা মিডিয়ায় আসার পর ক্রিকেট বিশ্বেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।তবে তামিম কোনোভাবেই এটি প্রকাশ করতে ইচ্ছুক নন।

(দ্য রিপোর্ট/জেডটি/জুলাই ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর