thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮, ৬ বৈশাখ ১৪২৫,  ৩১ রজব ১৪৩৯

সহায়ক সরকারের দাবি জনগণের : নজরুল ইসলাম খান

২০১৭ জুলাই ১৫ ১৮:৪৪:৫৮
সহায়ক সরকারের দাবি জনগণের : নজরুল ইসলাম খান

পাবনা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সহায়ক সরকারের দাবিটা জনগনের। কারণ জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বিঘ্নে আগামী নির্বাচনে ভোট দিতে চায়। এমন সহায়ক সরকার দরকার, যারা নির্বাচনে অংশগ্রহনকারী কোন দলের পক্ষ গ্রহণ বা স্বার্থ সংরক্ষণ করবে না।’

শনিবার (১৫ জুলাই) দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে পাবনা জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রথমিক সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান যে সরকার, তারা জনগনের ভোটে নির্বাচিত নয়। ফলে জনগনের প্রতি তাদের কোন দায়িত্ব ও দায়বদ্ধতা কাজ করে না। অনির্বাচিত সরকার থাকায় দেশ দুর্নীতি, অনাচার, সন্ত্রাস দানা বেঁধেছে। মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। তবে, বিএনপি সহায়ক সরকারের যে রুপরেখা দেবে, তা তারা না মানলে জনগণ কি ভাষায় তার জবাব দেবে তা সময় নির্ধারণ করবে।’

সদস্য সংগ্রহ অনুষ্ঠানে অন্যান্য বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগাঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাড. সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা প্রমূখ।

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে