thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, রুপার বিরুদ্ধে মামলা

২০১৭ জুলাই ১৬ ১০:৫৫:২৪
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, রুপার বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা রুপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের নিরাপত্তার বিষয়ে কথা বলার সময় ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এ মামলা করা হয়েছে। খবর- এনডিটিভি

শুক্রবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে মন্তব্য করেন রূপা গঙ্গোপাধ্যায়।

তিনি বলেন, ‘তাদের (তৃণমূল নেতাকর্মী) স্ত্রী ও মেয়েদের বাংলায় পাঠান…সেখানে ১৫ দিন থাকার পর তারা যদি ধর্ষণের শিকার না হয়, তারপর বইলেন।’

রুপার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় তৃণমূল কংগ্রেসে। দলটির আইনপ্রণেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘গোটা রাজ্যকে অভিযোগ করার আগে…তার এটাও বলা উচিত যে, তিনি (রুপা) বাংলায় কতবার ধর্ষণের শিকার হয়েছেন। তাইলেই কেবল এ বক্তব্যের সত্যতা কতটা, তা বোঝা যাবে।’

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার আইনপ্রণেতা রুপা গঙ্গোপাধ্যায়। তার বিতর্কিত বক্তব্য দেওয়ার দিনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়ে মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর