thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সিলেটে শ্রেণিকক্ষে ছাত্রলীগকর্মীকে হত্যা

২০১৭ জুলাই ১৭ ১৫:০৬:৪০
সিলেটে শ্রেণিকক্ষে ছাত্রলীগকর্মীকে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি : দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণিকক্ষে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু । সে ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।

জানা যায়, দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবাদমান পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরেই কলেজের একটি কক্ষে লিটুর মাথায় গুলি করে অপরপক্ষের কর্মীরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিটুর।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সকালে কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার পর নিহত লিটুসহ ছাত্রলীগের একটি পক্ষ ঐ কক্ষে বসেছিল। হঠাৎ কক্ষে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এআরই/জুলাই ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর