thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ডিএসইতে ৬৫ শতাংশ কোম্পানির দর পতন

২০১৭ জুলাই ১৭ ১৫:২১:১৬
ডিএসইতে ৬৫ শতাংশ কোম্পানির দর পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবারের (১৭ জুলাই) লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। একইসঙ্গে এ দিন ডিএসইতে মূল্যসূচক ও আর্থিক লেনদেন কমেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮২৪ পয়েন্টে। যা আগের দিন ১০ পয়েন্ট বেড়েছিল।

সোমবার ডিএসইতে ১ হাজার ১৪৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ২৬৩ কোটি ৪৭ লাখ টাকা।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে ৮২টি বা ২৪.৯২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২১৪টি বা ৬৫.০৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি বা ১০.০৩ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্টের শেয়ার। এ দিন কোম্পানির ৫৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ৫৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিকস।

লেনদেনে এরপর রয়েছে- এমজেএল বাংলাদেশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস, ডরিন পাওয়ার জেনারেশনস, লংকাবাংলা ফাইন্যান্স, আফতাব অটো ও ফু-ওয়াং ফুড।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর