thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইসির রোডম্যাপের বাস্তবায়ন দেখে আ’লীগের মন্তব্য

২০১৭ জুলাই ১৭ ১৭:০০:৩৬
ইসির রোডম্যাপের বাস্তবায়ন দেখে আ’লীগের মন্তব্য

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপের বাস্তবায়ন দেখে আওয়ামী লীগ মন্তব্য করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সচিবালয়ে সোমবার (১৭ জুলাই) ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এ ব্যাপারে এ মুহূর্তে আওয়ামী লীগের যে বক্তব্য সেটা হচ্ছে এই রোডম্যাপটি বাস্তবায়নের অগ্রগতি দেখে আমরা কথা বলব। তারা (প্রধান নির্বাচন কমিশনার) যা বলেছেন তা রোডম্যাপ। আমরা বাস্তবায়ন প্রক্রিয়াটা দেখতে চাই।’

ইসির এই রোডম্যাপকে আওয়ামী লীগের রোডম্যাপ বলে দাবি করেছে বিএনপি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক কাদের বলেন, ‘একজন মামলার ভয়ে বিদেশ থেকে আসেনি। কতদিন, কত বছর হয়ে গেলো, তিনি আর আসেন না। আর একজন আবার টেমস নদীর পাড়েই গেলেন, তিনি যাচ্ছেন, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি বা কোনো মন্তব্য থাকার কথা না। গত শনিবার থেকে ফেসবুকে দেখছি, টুইটারে দেখছি, যে এতো বেশি সময়ের জন্য একটা বড় দলের চেয়ারপারসন বিদেশ যাচ্ছেন। জনশ্রুতি রয়েছে তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন? এবং তিনি কি মামলার ভয়ে ফিরে আসবেন না?’

খালেদা জিয়ার মামলায় ১৫০ বার আদালতে সময় চাওয়ার পর এ সন্দেহটা ঘণীভূত হয়েছে এবং জনগণের মধ্যে গুঞ্জনটা শাখা-প্রশাখা বিস্তার করেছে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেখব শেখ হাসিনার মতো ওই ওয়ান-ইলেভেনের সময় সাহস করে তিনি ফিরে আসবেন কিনা, মামলার ভয়ে সময় আবার বর্ধিত হবে কিনা। সেটা কেবল সময়ই বলে দেবে।’

‘দুর্ঘটনার খবরে মনটা বিষণ্ন হয়ে যায়’

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্ঘটনার খবরে প্রতিদিন মনটা বিষণ্ন হয়ে যায়। অনেক কষ্টে নিজেকে সামলে নেই। অনেক মূল্যবান প্রাণ হারিয়ে গেছে। বেপরোয়া চালনা, ওভারটেকিং, ওভার স্পিডের কারণে মৃত্যুগুলো অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি বলেন, ‘এদেশে দুর্ঘটনায় কত কমন পিপল মারা যাচ্ছে, পাখির মতো। পথে অনেক পরিবার বলি হয়ে যাচ্ছে। এজন্য আমরা দায় এড়াতে পারবো না। আমি গাড়ির চালকও না মালিকও না। তারপরও আমি মন্ত্রী হিসেবে দায় এড়াতে পারি না। আমার কষ্ট লাগে।’

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মশিউর রহমান, নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/জুলাই ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর