thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শিল্পকলা পদক পাচ্ছেন সাত গুণী

২০১৭ জুলাই ১৮ ১৭:৪৪:৫৪
শিল্পকলা পদক পাচ্ছেন সাত গুণী

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাত গুণীজন পাচ্ছেন এ বছর ‘শিল্পকলা পদক’। যন্ত্রসংগীত, নৃত্যকলা, ফটোগ্রাফি, চারুকলা, লোকসংস্কৃতি, নাট্যকলা ও সংগীতশিল্পে অবদানের জন্য সাতজন গুণী শিল্পীকে ‘শিল্পকলা পদক’ দিয়ে সম্মানিত করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এই গুণী শিল্পীদের হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পদকপ্রাপ্তদের ১ লাখ টাকার চেক, স্বর্ণপদক ও উত্তরীয় দেওয়া হবে। আগামী ২০ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর