thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে এরশাদ

২০১৭ জুলাই ১৯ ১৩:৩৩:৩১
ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারত সরকারের আমন্ত্রণে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৫ দিনের সফর শেষে আগামী ২৩ জুলাই বিকেলে দেশে ফিরবেন তিনি।

বুধবার (১৯ জুলাই) সকালে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ও সুনীল শুভরায়।

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা সুজন দে প্রমুখ।

এরশাদের ভারত সফরের বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা দ্য রিপোর্টকে বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে দলের চেয়ারম্যান দিল্লী সফরে গিয়েছেন। তিনি সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভারত সফর শেষে ২৩ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ফিরবেন। আশা করি, ভারত থেকে এই সফল সফর শেষে এরশাদ যখন বিমানবন্দরে নামবেন ঐদিন জাতীয় পার্টির হাজার হাজার নেতা-কর্মী তাকে ফুলেল সংবর্ধনা দেবেন।’

(দ্য রিপোর্ট/সাআ/এমকে/জুলাই ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর