thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সংকট উত্তরণে সংবিধান সংশোধন করতে হবে : ফখরুল

২০১৭ জুলাই ১৯ ২০:৫৫:১৬
সংকট উত্তরণে সংবিধান সংশোধন করতে হবে : ফখরুল

খুলনা প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সহায়ক সরকার সংকট উত্তরণের জন্য প্রয়োজনে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, সংবিধান সংশোধন করে, অবাধ সুষ্টু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

বুধবার (১৯ জুলাই) দুপুরে খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খুলনার টাইগার গার্ডেন হোটেলে অনুষ্টিত এই সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় তথ্য বিষায়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ড, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি ও মনিরুল ইসলাম বাপ্পি প্রমুখ।

বিএনপি মহাসচির বলেন, ‘সংকট কোথায়? সমস্যা কোথায়? বলেন সমস্যা রাজনৈতিক। তাই সমাধান রাঝনৈতিক ভাবে করতে হবে। সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন করে, অবাধ সুষ্টু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যাতে জনগণ তার পছন্দ মত সরকার গঠন করতে পারে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার জনগণের সাথে প্রতারণা করেছেন। কারণ ২০১৪ সালের নির্বাচনের পূর্বে প্রধান মন্ত্রী জনসভায় জনগণের সামনে বলেছেন সেই নির্বাচন ছিল শুধু সংবিধান বাধ্যবাধতকার নির্বাচন। তারা তখন কথা দিয়েছিল সকল রাজনৈতিক দলের সাখে আলোচনা করে দ্রুতই নতুন নির্বাচন দেবে। অথচ তারা সেসব বেমালুম ভুলে গিয়ে কীভাবে বিনা ভোটে আবারও ক্ষমতায় আসার যড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘এই সরকারের আমলে খুন, গুম, ধর্ষণ, জমি দখল ইত্যাদি মহামারি হিসাবে দেখা দিয়েছে। এই সরকারের আমলে ৫০০ বিএনপি নেতা কর্মী গুম হয়েছে। এমপি পারভেজ, ইলিয়াস, আলমের সন্ধান এখনও পাওয়া যায়নি। এক হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আর বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যে তাদের নামে মামলা দেওয়া হয়নি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ফরহাদ মজাহারের মত দেশের নামী বুদ্ধিজীবীকে অপহরণ করে এখন আবার তার চরিত্র হনন করা হচ্ছে।’

বিএনপি মহাসচিব দলীয নেতা কর্মীদের উদ্যেশে বলেন, ‘বিএনপি এক কঠিন সময় অতিক্রম করছে। এত কঠিন সময় বিএনপি আর কোন দিন অতিবাহিত করেনি। ৮-১০ বছর আগুনে পুড়ে নেতা কর্মীরা সব খাটি সোনা হয়ে গেছে। তবে কেউ আওয়ামী লীগে যোগদান করেনি।’

এ সময় তিনি তরুণ ও মহিলা সদস্য সংগ্রহে বেশি আগ্রহ দিতে নেতা কর্মীদের আহবান জানান।

পরে বিএনপি মহাসচিব বিএনপির প্রবীণ নেতা সাবেক এমপি এম নূরুল ইসলাম দাদু ভাইয়ের বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেন। বিকেলে ঢাকা ফেরার পথে ফুলতলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে সমবেদনা জানান।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জুলাই ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর