thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

নির্বাচনে জিততে পারবে না শংকায় বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে : হানিফ

২০১৭ জুলাই ১৯ ২১:৩৫:৪২
নির্বাচনে জিততে পারবে না শংকায় বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘নির্বাচনে জিততে পারবে না এমন শংকা বিএনপির মধ্যে আছে, তাই তারা নির্বাচনকে বিতর্কিত করা বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভ্রান্তমূলক কথাবার্তা বলছে।’

বুধবার (১৯ জুলাই) দুপুরে কুষ্টিয়ার শিল্পকলা একাডেমির নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধনকালে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল রোডম্যাপ নিয়ে যে মন্তব্য করেছেন তা খুবই দুঃখজনক। বিএনপির এই বক্তব্যের মধ্যেই প্রমাণ হয়, বিএনপি ভ্রান্ত রাজনীতি থেকে বের হতে পারেনি। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার তাদেরকে সহযোগিতা করবে, সেই সরকারকেই সহায়ক সরকার বলে। তবে ওই সময় কি রকম সরকার থাকবে তা নির্বাচন কমিশনের এখতিয়ার নয়।’

এ সময় মন্ত্রীপরিষদের রদবদল প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন একটি কেবিনেট তৈরি করেন, সেটি তার পরিকল্পনা অনুযায়ীই করেন। তাই তিনি যদি মনে করেন কোথাও পরিবর্তন দরকার নিশ্চয় তিনি সেটা করবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নিদের্শক্রমে দেশের প্রায় সব জেলা এবং উপজেলাতে কাজ শুরু করা হয়েছে। এবং এ বছরেই জেলা পর্যায়ের প্রায় সব মিলনায়তনের কাজ শেষ করা হবে। জঙ্গি মোকাবেলায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং ইতোমধ্যে দেশের প্রায় শতাধিক স্কুলে বাদ্যযন্ত্র এবং এ বিষয়ের উপর শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এসএম মেহেদী হাসানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জুলাই ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর