thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

টয়লেটে গিয়ে সিংহের আক্রমণে কিশোরী নিহত

২০১৭ জুলাই ২০ ০৯:৩২:৩৯
টয়লেটে গিয়ে সিংহের আক্রমণে কিশোরী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : রাতের বেলায় কুঁড়েঘরের পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এক কিশোরী সিংহের আক্রমণে মারা গেছে। শনিবার রাতে জিম্বাবুয়ের চিরেদজি শহরের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, পুলিশের একজন মুখপাত্র, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর কুডাকোওয়াশে ডেহওয়াটে ক্রনিকল খবরের কাগজকে জানিয়েছেন, নিহত মেয়েটির নাম ছিল মিশেল মিউচেনি, বয়স মাত্র দশ বছর।

ওই ঘটনার সময় মেয়েটির এক চাচি দেখতে পান, সিংহটি তার দেহ টানতে টানতে জঙ্গলের ঝোপের দিকে নিয়ে যাচ্ছে।

পরে তাদের বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মেয়েটির ক্ষতবিক্ষত দেহ খুঁজে পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে জিম্বাবোয়ের চিরেদজি শহরের কাছে, যা রাজধানী হারারে থেকে প্রায় পৌনে তিনশো মাইল দূরে।

জিম্বাবোয়ের এই দক্ষিণ-পূর্ব প্রান্তে মানুষ ও বন্য প্রাণীদের মধ্যে সংঘাতের ঘটনা অবশ্য একেবারেই বিরল নয়।

গত মাসেই নিকটবর্তী মোয়েনজির প্রধান মারান্ডা সে দেশের ন্যাশনাল পার্ক অথরিটির কাছে আবেদন করেছিলেন, জঙ্গল থেকে ছিটকে বেরিয়ে আসা সিংহরা গ্রামবাসীদের গরু-ছাগল ইত্যাদি খেয়ে নিচ্ছে - তার প্রতিকারে যেন ব্যবস্থা নেওয়া হয়।

চিরেদজি-তে বাচ্চা মেয়েটির মৃত্যুর সবশেষ ঘটনা নিয়ে জিম্বাবোয়ে পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট অথরিটিজ (জিমপার্কস) অবশ্য এখনও কোনও মন্তব্য করেনি।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর